অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ হাওড়া জেলে অস্বাভাবিক মৃত্যু এক জেলবন্দীর আগামী সোমবার ছাড়া পাবার ছাড়পত্র মেলে তার আগেই গতকাল রাত্তিরে বাড়িতে ফোন যায় মৃত্যু হয়েছে শেখ নিজামুদ্দিন চল্লিশ বছর বয়স পুলিশ জানায় রবিবার রাতে হঠাৎ করে বুকে যন্ত্রণা ওঠে এবং হাওড়া হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয় জেলবন্দীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ায়। বাড়ির লোকের অভিযোগ পুরো বিষয়টাই খতিয়ে দেখা হোক মৃত্যুর কারণ নিয়ে।
ABTAK EXCLUSIVE