অবতক খবর,৩০ সেপ্টেম্বরঃ হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মান ভাঙ্গলো প্রশাসন। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। এদিন মাইনুল হোসেন ও দুলন মন্ডলের নির্মিয়মান পাকা বাড়ি ভাঙ্গে প্রশাসন। জানাগেছে, ১০ বছর আগে আমিনাবাদ এলাকার এক ব্যাক্তির কাছে থেকে 20 শতক জমি কেনেন ঐ এলাকারিই রেজাবুল মন্ডল। সেই সময়ে এলাকার এক ব্যাক্তি পল্ট্রির মাংসের দোকান করেন ঐ জমির উপর বলে অভিযোগ।

তখন থেকেই ধিরে ধিরে ঘর বড় করে। বসবাস শুরু করে মাইনুল হোসেন। তারপরেই 2014 সালে জাইগা খালি করার জন্য ডোমকল এসডিএম কোর্টে কেস করে। সুরাহা না পেয়ে বহরমপুর সিভিল কোর্ট। সেখানেও ব্যার্থ হয়ে 2019 সালে কলকাতা হাইকোর্টে কেস করেন জমির মালিক রেজাবুল মন্ডল। কিন্তু বাড়ি খালি করার নির্দেশ আসলেও বাড়ির জাইগা খালি হয়নি। তাই ফের গত 20 ই সেপ্টেম্বর 2023 তারিখে হাইকোর্টে মামলা করেন। তারিই ভিত্তিতে ম্যাজিষ্ট্রেট, বিএল এন্ড এল আর ও এর উপস্থিতিতে ভাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়। ঐ ঘটনায় ব্যাপক ভিড় জমান স্থানীয়রা।