অবতক খবর,২০ ডিসেম্বর: প্রতারিত মানুষদের ফিরিয়ে দেওয়া হবে টাকা। হাইকোর্টের নির্দেশ জঙ্গিপুরে অবস্থিত র্যামেল ইন্ডাস্ট্রিজ কোম্পানির চারতলা ভবনের মাপজোখ করা হলো শুক্রবার। এদিন র্যামেল ইন্ডাস্ট্রিজের ভবন মাপজোখ করার পাশাপাশি জঙ্গিপুরে থাকা ওই কোম্পানির আরো তিনটি জায়গা মাপ যোগ করা হয়।
এসময় হাইকোর্টের অ্যাডভোকেট দের পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খুব দ্রুত এই ভবন এবং জমি টেন্ডার এর মাধ্যমে বিক্রি করে প্রতারিত মানুষদের ফেরত দেওয়া হবে বলেও সূত্রের খবর।
উল্লেখ করা যেতে পারে, ২০১৩ সালেই রাজ্যের অন্যান্য চিটফান্ড গুলোর পাশাপাশি রাযমেল ইন্ডাস্ট্রিজেরও কার্যকলাপ বন্ধ হয়ে যায়। কোম্পানিতে টাকা রেখে প্রতারণার শিকার হয়েছিলেন হাজার হাজার মানুষ। এখনো সেই টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন অনেকেই।