অবতক খবর,৭ মার্চ: আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেল ছোট রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না বান্না।এর পাশাপাশি ধুমপান ও করতে দেখা গেল বিক্রেতাদের।
এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল।অন্যদিকে অগ্নিকাণ্ডের পর মেলা কমিটির হুঁশ ফিরেছে
মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের। স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল আগুন লাগার ৪০ মিনিট পরে দমকলের ইঞ্জিন আছে তখন সমস্ত আগুন দোকানদারেরায় নিভিয়ে দেয়। এত বড় মেলায় দমকল রাখা হয়নি কেন সে নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই।গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না।
সেই নিয়ে প্রশ্ন উঠেছিল।কিন্ত আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল।তবে এই আগামীকাল আগুন লাগার ঘটনার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলাস্থল ঘুরে দেখলেন এবং তিনি সমস্ত দোকানদারদের সাথে কোথাও বলেন।