অবতক খবর,৪ মার্চ :  এই মুহূর্তে হরিহরপাড়া থেকে খবর আসছে ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হরিহর পাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর এলাকার ঘটনা। স্থানের সূত্রে খবর রান্নার উনুন থেকে আগুন ছড়িয়ে পরপর চারটি বাড়িতে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগাই। ততক্ষণে পুড়ে যায় গোয়ালঘর ও রান্নাঘর বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র জল তোলার মেশিন ও বিদ্যুৎ চালিত মোটর সহ অন্যান্য সামগ্রী।