অবতক খবর,মালদা:সানু ইসলাম: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের টালবাংরুয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয় তৃণমূলের। নির্বাচনে মোট ছয়টি আসনের মধ্যে ৪-২ আসনের ব্যাবধানে জয় শাসকদলের। গোটা দিন টানটান উত্তেজনার মধ্যদিয়ে নির্বাচন সম্পর্ণ হয়।তবে নিবাচন সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমেরের নেতৃত্বে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
সকালে অভিভাবকদের ভোটদানের পর সন্ধে থেকে শুরু হয় গণনা। সময়ের সঙ্গে সিপিআইএম কংগ্রেসের জোট প্রার্থীদের সঙ্গে ব্যবধান বাড়াতে থাকে তৃণমুল কংগ্রেস। গভীর রাতে ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে চারটি আসনে তৃণমুল ও দুটি আসনে জোটের প্রার্থী কংগ্রেস জয়ী হয়েছেন।
নিবাচনের জয়ী হওয়ার পর হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী মনিরুল আলম বলেন, এই জয় এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের জয়,এই জয় তৃণমুল কংগ্রেসের উন্নয়নের জয়। এছাড়াও তিনি জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নীতি আদর্শে বিদ্যালয়ের ও সাধারণ মানুষের আরো উন্নয়ন মূলক কাজ করে যাবো।