অবতক খবর,৩০ অক্টোবর: অবৈধ জুয়া রোধ করার অব্যাহত প্রচেষ্টায় হরিণঘাটার থানার অফিসার এবং বাহিনী।হরিণঘাটা থানার অধীনে বিরোহী মাছের বাজার এলাকা এবং বারাসত পাড়ায় 2টি পৃথক অভিযান পরিচালনা করে এবং মোট (4+4) 8 জনকে গ্রেপ্তার করেছে, যারা অবৈধ জুয়ায় জড়িত ছিল। অভিযানে পুলিশ ৪১৬০/- টাকা বোর্ডের টাকাও জব্দ করেছে।

আট আসামিকে আজ এলডি কোর্টে পাঠানো হবে। এ ব্যাপারে ২টি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।