হররোজ
তমাল সাহা

আসলে মনীষী বা মহাপুরুষ নয়,
মানুষ চায় মানুষের মতো লৌকিক মানুষ
সে চারদিকে তাকায়, চলে তার উৎসুক খোঁজ।
সূর্যই একমাত্র ব্যক্তিত্ব যে অন্ধকার দূর করতে পারে
এমনও কি মানুষ আছে এই দুনিয়ায়
তেমন মানুষ পেলে সে তার উপর আছড়ে পড়ে রোজ।

তুমি সাধারণ মানুষ, লেখাপড়া জানো কম
মান্যগণ্য মানুষের উপর নির্ভর করো।
লতা যেমন গাছকে জড়িয়ে ধরে বাঁচতে চায়
তুমিও তাকে তেমন জড়িয়ে ধরো।

রাজনীতি জানেনা, কৌশল জানে না
মানুষ তোমাকে বলে ভগবান
তুমিও হারিয়ে যাবে নাকি?
তোমার উপরও নেমে আসে রাষ্ট্রীয় আঘাত।
ঈশ্বর যদি তোমাকে রক্ষা না করতে পারে
সেই ঈশ্বরকে আমি করি পদাঘাত।