অবতক খবর,২৯ জানুয়ারি: মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের নিয়াল্লিশপাড়া গোয়ালজাল পঞ্চায়েত এলাকার টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো “দুয়ারে সরকার” ক্যাম্প। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট ৩৭টি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয়। বুধবার সকাল ১০টা থেকেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন।
আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যস্ত পরিষেবা ক্যাম্পে আগতদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য আলাদা কাউন্টার স্থাপন করা হয়, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সঙ্গে আবেদনপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজর্ষি মিত্র উপস্থিত হন। তিনি বিভিন্ন প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার-ও ক্যাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে নির্দেশনা দেন।
এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিশেষ করে, একাধিক আবেদনকারী ঠেলাগাড়িতে চেপে ক্যাম্পে আসেন এবং এখানে প্রদত্ত পরিষেবায় মুগ্ধ হন। প্রশাসনের উদ্যোগে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের লাইনে দাঁড়ানোর অসুবিধা এড়াতে বিশেষ সুবিধা দেওয়া হয়, যা বিডিও সাহেবের সরাসরি নজরদারিতেই সম্পন্ন হয়।
এই কর্মসূচিকে সফল করতে পঞ্চায়েত প্রধান উস্নেহারা বিবি ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন। তাঁরা আবেদনকারীদের সহায়তা করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন।
এই ক্যাম্পের মাধ্যমে একাধিক সরকারি পরিষেবা সহজেই হাতের নাগালে পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। তাঁরা জানান, দুয়ারে সরকার প্রকল্প বাস্তবায়নের ফলে তাঁদের বহু সমস্যার সমাধান হয়েছে এবং সরকারি সুযোগ-সুবিধাগুলো পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
এই উদ্যোগ যে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা এলাকাবাসীর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তাঁরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।