Aabtak Khabar,27 May,ধূপগুড়ি: টাকার উপর টাকা ঢালছেন মূখ্যমন্ত্রী তাতেও ফেরেনি হাল, সার্বিক সুযোগ-সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছেন স্থানীয়রা। হতাশার আরেক নাম ধুপগুরি কৃষক মান্ডি। রাজ্যের সরকার ধুপগুড়ি ব্লকের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে এর আগেও ৯ লক্ষ টাকা দিয়েছিল ,এবারে ৩ লক্ষ ৬১ হাজার, ফিরবে কি কৃষক মান্ডির হাল, ঘুচবে কি হামিদুল, সুশীলের চরম অভাব?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যাস্ত ধূপগুরি কৃষক মান্ডিতে এক দশক ধরে সামগ্রী কাধে তুলে ওঠানো নামানোর কাজ করে জীবন জীবিকা পালন করে আসা শ্রমিক পরিবার গুলোর সামনে। অপরদিকে কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় করার সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেনীর ফোরেরা অদৃশ্য অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাইরে থেকেই ধান কেনা বেচা করে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
যদিও এই সমস্যা গুলো নিয়ে জলপাইগুড়ি স্থিত সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও বিফল হতে হয়েছে।
যদিও এই প্রসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ধুলগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং গোটা বিষয় নিয়ে অন্য যুক্তি খাড়া করেন।
যদিও ধুপগুরি কৃষক মান্ডি প্রসঙ্গে রাজ্যে সরকারকে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি নেতা চন্দন দত্ত। এদিকে কর্মসংস্থানের অভাবে জীবন জীবিকার টান পড়েছে সাধারণ মানুষের। প্রত্যেকেই চাইছেন দ্রুত হাল ফেরাক প্রশাসন। কর্মসংস্থান বাড়ুক। তবে সমস্ত কিছুই এখন সময়ের অপেক্ষা।