হঠাৎ শব্দটা
তমাল সাহা

শব্দটা হঠাৎ ছড়িয়ে পড়েছে।
সকলের মুখের দিকে তাকাই–
ভাল থাকবেন, সুস্থ থাকবেন!
একই কথা সবাই বলছে,
জুড়ে দিচ্ছে, সাবধানে থাকবেন।

কি হলো আবার এমন!
দু’বছর আগে তো বলেনি,
এমন কাতরভাবে বলেনি।
এখন কি এমন জরুরি হলো?

স্মৃতিতে ফিরে যাই
দু বছর আগে এর চেয়ে কি ভালো ছিলাম?
সমুদ্র অরণ্য আকাশ তো এমনই ছিল!
আমাদের সম্পর্ক কি এর চেয়ে প্রগাঢ় ছিল?
আমরা এতো উদগ্রীব হয়ে উঠলাম কেন?
কোনো স্বার্থ আছে!

পেছন ফিরে দেখি
ভালোবাসা ও স্পর্শ হাত ধরে হাঁটছে
সমুদ্র পার ধরে…