অবতক খবর :: মালদহ :: লকডাউন এর প্রভাব শুধুমাত্র যে মানবশ্রেণীতেই পড়েছে তা নয়, তাঁর প্রভাব পড়েছে পশু পাখিদের ওপরেও। এরকম পরিস্থিতিতে এদিন একটি বাঁদর খাবার না পেয়ে হাজির হয় ইংরেজবাজার পৌরসভায়। সেখানে তখন সাফাই কর্মীদের চাল, আলু, পিঁয়াজ দেওয়া হচ্ছিল। খাবারের খোঁজে এদিক ওদিক করতে করতে বাঁদরটি পৌরসভার চেয়ারম্যানের ঘরে ঢুকে পরে। চেয়ারম্যান প্রথমে স্যানিটাইজার দিয়ে বাঁদরটির হাত ধুইয়ে দেন।এর পর তাকে জল ও বিস্কুট খাওয়ানো হয়।
এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বলেন। বর্তমানে সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস । লকডাউন চলছে দেশ জুড়ে। এমতাবস্থায় সাধারণ মানুষের উদ্দেশে একটু মানবিক হওয়ার জন্য বলেন তিনি।
লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছে পশুপাখিরাও। তাই নিজেদের পাশাপাশি ওদের যদি একটু খাবারের ব্যবস্থা করা হলে ওই পশুপাখিদের উপকার হবে। আমরা সকলের প্রতি খাবার জোগাড় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করি।