স্মরণীয় ২০ মে ২০২৪ সোমবার
বারাকপুর কেন্দ্র: শ্রীকৃষ্ণ অর্জুন ও পার্থ

১)
শ্রীকৃষ্ণ বিনীতভাবে কহে,
হে সখা অর্জুন!
তুমি তো আমার পরম দোস্তি।
তোমাকে গীতা শ্রবণ করাইয়াছি
মাতাকে খা*ন*কি বলিবে
শিখাইনি তো এমন কোনো খিস্তি!

২)
শ্রীকৃষ্ণ কহে, হে পার্থ!
তোমার তো তীব্র তেজী রথচক্র ছিল
এখন তো রথচক্র ফরচুনা টুয়েন্টি থ্রি।
এখন বড় হইয়াছো
টানিবেই তো সিগারেট আগে টানিতে বিড়ি!

পাঞ্চালীর নামে করিয়াছ দুইটি পানশালা
শ্রীকৃষ্ণ কহে, ব্যর্থ আমি
নিজ বক্ষে নিষ্ঠীবন নিক্ষেপ করি, দূর শালা!

৩)
শ্রীকৃষ্ণ কহে,
আমি বুঝি নাই আমি মূর্খ অতি।
মহাভারত কালে পার্থ-অর্জুন একজনই ছিলে
এই অমাবস্যা কালে কিভাবে হইলে দুই পৃথক ব্যক্তি?

তখন তো এতো স্থাবর অস্থাবর সম্পদের কোনো গন্ধ পাই নাই
কিভাবে সংগ্রহ করিলে এতো অর্থ
কহো, কহো! হে অর্জুন, হে পার্থ?
শ্রীরাধা অনুযোগ করে,
ফালতু প্রেমিক তুমি আমার হে শ্রীকৃষ্ণ! তুমি এক অপদার্থ!