অবতক খবর,২ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ব্লাড ব্যাংক গুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে, এবং মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে, গ্রীষ্মকালীন সময়ের রক্ত সংকট মেটাতে
সামনে রেখে মড়াইপিডির নব জাগরণী ক্লাবের উদ্যোগে এবং মন্তেশ্বর ভলান্টিরী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, মড়াইপিড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন সংলগ্ন মাঠে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তাদের পক্ষে সৌরভ ঘোষ, কবীর রহমান মিঞা রাজীব মুখার্জি, বিপুল রায়, শিল্টু চালকরা জানান ব্লাড ব্যাংকগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমুর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির । এই বছরে এই রক্তদান শিবির ৫ তম বছর।

এই রক্তদান শিবিরে সংখ্যক মহিলা সহ ৫২জন মানুষজন স্বেচ্ছায় রক্ত দান করেন।
বর্ধমান শিবশংকর সেবা সমিতির রশ্মী ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। বিশ্বউষ্ণায়নের জন্য পরিবেশ রক্ষার্থে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য, তাদের হাতে আজ , পেয়ারা কাঁঠাল সহ একটি করে গাছের চারা গোলাপ ফুল, একটি ছাতা ও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা । এই শিবিরে উপস্থিত ছিলেন ইচু এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।