অবতক খবর :: মুর্শিদাবাদ ::    রক্তের সংকট মেটাতে একই দিনে মুর্শিদাবাদের দুটি জায়গায় রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল। লালবাগে শাওনি সিংহ রায়ের উদ্যোগে ৯, ১০, ১১, ১২ ওয়ার্ডে প্রায় ১০০ জন মত স্বেচ্ছায় রক্তদান করলেন উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর পিতা মেহেদী আলাম মির্জা ও মোহাম্মদ আলী।

জঙ্গিপুর লোকসভায় রঘুনাথগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন জেলা পরিষদ সভাধিপতি। এখানেও প্রায় ৯০ জন মতো রক্তদান করলেন।

সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল তার বক্তব্যের মধ্য দিয়ে সকলকে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানান। তার বক্তব্য রক্তদান জীবন দান।