অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যানবাহন লকডাউন এর কারণে বন্ধ থাকায়, আজ বহরমপুরের বিভিন্ন স্কুলের প্রায় ৭০ জন শিক্ষক শিক্ষিকা আজ সেচ্ছায় রক্ত দান করলেন। করোনা সংক্রমণে রক্তের সংকট দেখা দিতে পারে বলে এই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খান, সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি শুভজিৎ সিনা সহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বরা। রক্তদাতাদের হাতে ফল তুলে দেওয়া হয়।









