অবতক খবর,১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম শুভ জন্মদিবস উপলক্ষে রবিবার দুপুরে নিউ বারাকপুর থানার উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয় থানা প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ আধিকারিকরা, পুলিশ কর্মীরা ও উপস্থিত মানুষরা।
এরপর থানা চত্বর লাগোয়া পথচারী ভবঘুরে অসহায় ফুল ও ডাব বিক্রেতা দের হাতে প্রীতি শীতবস্ত্র চাদর উপহার প্রদান করা হয় থানার পক্ষ থেকে। একটি শীতের চাদর পেয়ে দুঃস্থ মানুষেরা যার পর নেই বেজায় খুশি ও আনন্দিত ।থানার মানবিক উদ্যোগের প্রশংসা করেন ফুল ও ডাব বিক্রেতারা।