অবতক খবর,১২ জানুয়ারি,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস উদযাপন। সারা দেশের সঙ্গে যথোচিত মর্যাদায় কেশপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হচ্ছে। সকালে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুরু হয়েছে। দেশের জাতীয় পতাকা এবং প্রতিযোগিতার বিশেষ পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা, দু’নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েত এর প্রধান কার্তিক চন্দ্র ব্যানার্জি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও অনুষ্ঠান কমিটির সমস্ত সদস্যরা। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে যথাযথ মর্যাদায় তাকে শ্রদ্ধা জানান প্রদ্যুৎ পাঁজা। সারাদিনব্যাপী অংকন, নৃত্য, আবৃত্তি তত সহ যোগ ব্যায়াম এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫০০ থেকে ৭ ০০ প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দু’নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়েই পালিত হয় বিবেকানন্দের জন্ম জয়ন্তী।