অবতক খবর,১২ জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছরের মত এই বছরেও তার ১৬২ তম জন্মদিবস পালন করলেন কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা।

২০১৩ সালে কামারহাটি পৌরসভার সামনে রথতলা মোড়ে প্রতিষ্ঠা করা হয় ফুট উচ্চতা বিশিষ্ট স্বামী বিবেকানন্দ এর একটি মূর্তি। প্রতিষ্ঠা কালের পর থেকে প্রতি বছর মূর্তিতে মালা পরিয়ে তার স্মৃতি চারণ করা হয়। এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের সমারোহে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। সমাজে আজ ও স্বামী বিবেকানন্দ এর প্রতিটি বাণী কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবি রানা চ্যাটার্জি । সব শেষে মশাল জ্বালিয়ে মিষ্টি মুখ করে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান।