অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ স্বামী বিবেকানন্দের জন্ম ভিটে থেকে মাটি সংগ্রহ করলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে অমৃত বাটিকা তৈরির জন্য দেশজুড়ে মনীষীদের স্মৃতি বিজড়িত মাটি সংগ্রহ করছে বিজেপি। স্বামী বিবেকানন্দের বাড়ির মাটি নিলেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “দলের অনুগত কর্মী আমি. দলের পক্ষ থেকে আমাকে মাটি সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে. এই বাড়ির সঙ্গে আমার ৩৫ বছরের সম্পর্ক. মাটি সংগ্রহ করছেন. কেন্দ্রীয় মন্ত্রীও এই বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থায় বিশেষ আশা দেখছেন না বিরোধী দলনেতা।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “তলব করা হয়েছে। আমি মনে করি, মাননীয়া বিচারপতি যেহেতু ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। তার জেরেই ১৩ তারিখে তলব। বৈঠকের সাথে মিলে যাওয়া একেবারেই কাকতালীয় হওয়া উচিত। তবে এই বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তদন্তকারী সংস্থার তদন্তে আমার খুব একটা ভরসা নেই।”

সচিবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, মন্ত্রিসভার কাছে লজ্জার- শুভেন্দু—-
এর আগেও বিভিন্ন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন । জ্যোতি বসু সিদ্ধার্থ শংকর রায় বিদেশে গেলে মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্যকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে যেতেন। আমলাকে মুখ্যমন্ত্রী হতে দেখিনি কখনো। এটা মন্ত্রীসভার জন্য লজ্জার।

ইডি দপ্তরে নুসরাত—
ফ্লাট দুর্নীতি হয়েছে। টাকা নিয়েছেন নুসরাত তা তিনি ইতিমধ্যেই স্বীকার করেছেন। কোন ডিরেক্টর তার নিজের কোম্পানি থেকে লোন নিতে পারেন না। নুসরাত বলেছেন তিনি লোন নিয়েছেন। কি করে নিলেন তা ই ডি খতিয়ে দেখবে।

রাজ্যপালের চিঠি প্রকাশে আনা সম্ভব নয় – মুখ্যমন্ত্রী—
চিঠিতে রাজ্য সরকারের পক্ষে কিছু লেখা থাকলে যাওয়ার শুভেচ্ছা দেওয়া থাকলে দিয়ে হলেও প্রকাশ্যে আনতেন। যা আছে তা রাজ্য সরকারের জন্য বিশেষ শুভ নয়। তাই চেপে রেখেছেন। প্রকাশ্যে আনলে স্বাগত জানাতাম।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর—-
রাজ্যের কোষাগারের টাকায় ফুর্তি করতে বিদেশ যাত্রা ঘুরতে যাচ্ছেন। এর আগে অনেক চমক আমরা দেখেছি লাভের লাভ কিছুই হয়নি। আবার যাচ্ছেন। অশ্ব ডিম্ব হবে।

দুবাইতে হল্ট নেওয়ার বিশেষ কারণ টাকা সাইফন করা। মুখ্যমন্ত্রীর ভাইপো, ভাইপোর স্ত্রী শালিকা প্লট তৈরি করে রেখেছেন, উনি তার অংশ হয়ে উঠছেন।