অবতক খবর,১ মার্চ: স্বাধীনতার পর রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চরপিাজপুর ও বাজিতপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ ঘটালেন রাজ্যের বিদ্যুৎ প্রতি মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, খুশি এলাকাবাসী,*

*রঘুনাথ গঞ্জ ব্লকের এই চরপিাজপুর ও বাজিতপুর গ্রাম বন্যা কবলিত হওয়ার জেরে এলাকায় স্বাধীনতা কয়েক দশক কেটে গেলেও বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিল গ্রামটি*
*রাজ্যে ক্ষমতা আসার পর এলাকাবাসী কথা ভেবে*
*ঘটা করে সোলার সিস্টেম লাগলেও সেগুলো ঠিক মতো পরিষেবা পেত না এলাকার সাধারন মানুষ*

*বাম আমলেও এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় আবেদন করেও বিদ্যুৎ পরিসেবা পাননি শুধু পেয়েছেন শুধু প্রতিশ্রুতি ।*

*তাই রঘুনাথগঞ্জ বিধায়ক তথা বিদ্যুৎ প্রতি মন্ত্রী হয়ে একাকার কথা ভেবে বিদ্যুৎ সংযোগ ঘটালেন।আর তারই নব বিদ্যুতের শুভ উদ্ধোধন করলেন মন্ত্রী।

*রঘুনাথগঞ্জ এর বিধায়ক এই এলাকার বিধায়ক ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রএই বিদ্যুৎ সংযোগ ঘটালেন কয়েক কোটি টাকা ব্যয় করে।*
*এই নব বিদ্যুৎ পরিষেবা পেয়ে সবাবতই খুশি এলাকার কয়েক হাজার সাধারন মানুষ থেকে বর্ডার সিকিউরিটি অধিকারীরা।*