অবতক খবর,১১ আগস্ট: স্বাধীনতার আগে ফের ইতিহাস গড়তে চলেছে ইসরো (ISRO)।
ইসরো নিজেদের বহু স্বপ্নের প্রজেক্ট জিও ইমেজিং উপগ্রহ জিস্যাট-১ ১২ই আগস্ট উৎক্ষেপণ করতে চলেছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধবন অন্তঃরীক্ষ কেন্দ্র বৃহস্পতিবার জিএসএলভি এফ ১০ ধরে মহাকাশে উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহ৷ এই উপগ্রহের কোডনেম ইওএস-০৩ (EOS-3)৷ ইসরো-র টুইটার হ্যান্ডেল থেকে থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই উপগ্রহের প্রক্ষেপণ ১২ আগস্ট সকাল ৫টা ৪৩ মিনিটে হবে৷