অবতক খবর,২৬ ডিসেম্বর,চোপড়া: ব্যাঙ্ক থেকে স্বনির্ভর দলের টাকা তুলে বাড়ি যাওয়ার সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি চোপড়া থানার কালাগছ এলাকায়। ছিনতাই করার সময়ের কার ঘটনা CCTV ক্যামেরা বন্দি।

জানা গিয়েছে তুলসি রায় নামে এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দলের টাকা তোলার জন্য চোপড়ার সোনাপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। প্রায় আড়াই লক্ষ্য টাকা ছিলো তার ব্যাগে। এরপর চোপড়ার কালাগছ বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই দুষ্কৃতী বাইকে এসে ওই মহিলার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালানোর সময় বাধা দিলে ওই মহিলাকে কিছুটা দুর পযন্ত ছেচড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।

এরপর ওই মহিলা পরে গেলে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।