অবতক খবর,১৫ আগস্ট: নববারাকপুর পুরসভার ৪নং ওয়ার্ডে স্নেহের বন্ধন আবাসিকদের পাশে দাঁড়িয়ে বুধবার দুপুরে মধ্যাহ্ন প্রীতি ভোজ করাল নববারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখার শ্রী গুরু সংঘ ভক্ত বৃন্দ।
নববারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখার শ্রী গুরু সংঘের শ্রী শ্রী গুরু দেবের ৫০ তম অন্তর্ধান দিবস উপলক্ষে ২৯ শে শ্রাবণ দুপুরে স্নেহের বন্ধনে আবাসিকদের বিশেষ মধ্যাহ্ন প্রীতি ভোজের আয়োজন বলে জানান।
ভগবানের সেবা ও সামাজিক কাজে নিযুক্ত হতে পেরে ভক্ত বৃন্দ রা ভীষণ খুশি ও আনন্দিত।নিজেদের ধন্য বলে মনে করেন ভক্ত বৃন্দ রা।