অবতক খবর ,১৫ মার্চ, ব্যারাকপুর : স্নেহের বন্ধন নামের মধ্যে রয়েছে আন্তরিকতা ও পরম্পরা মাধুর্য। স্নেহের বন্ধন নিউ বারাকপুর পুরসভার ৪নং ওয়ার্ডে গৃহহীনদের আশ্রয়স্থল ।সমাজের বিভিন্ন স্তরের ভবঘুরে পথচারী আবাসিকরা থাকেন।পুলিশ সমাজের বন্ধু।শুধু চোর ডাকাত ধরা বা নাবালিকা উদ্ধার কাজ নয়। পুলিশ মানবিক।শুক্রবার দুপুরে স্নেহের বন্ধনে আবাসিকদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যাহ্ন প্রীতি ভোজ করাল থানার পুলিশ।

পুলিশের মানবিক উদ্যোগে খুশি ও আপ্লুত আবাসিকরা।নিরামিষ পোলাও পনির তরকারি রসগোল্লা খাবার তুলে দেওয়া হয় এদিন।বিশেষ ভাবে সহযোগিতা করে শ্রী গুরু সংঘ নিউ বারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখার ভক্ত ও শিষ্য রা।পুলিশ জড়িয়ে গেল স্নেহের বন্ধনে।শ্রী গুরু সংঘের পক্ষে অন্যতম মানিক দাস জানান একুশ জন আবাসিক দের পাশে দাঁড়িয়ে এই সুন্দর দুপুরে প্রীতি ভোজে ছোট অনুষ্ঠানে ভক্ত শিষ্যরা ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে। বিশেষ করে নিউ বারাকপুর থানার ওসির অনুপ্রেরণায় এই মানবিক উদ্যোগে শ্রী গুরু সংঘ ব্রতী হয়েছে।থানার ওসি সুমিত কুমার বৈদ্যর ব্যতিক্রমী চিন্তাধারা কে কৃতজ্ঞতা ও অভিনন্দন।