অবতক খবর,১৯ সেপ্টেম্বর,মালদা:- স্থায়ী বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় দেড়শ ব্যবসায়ীর বিশেষ সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ । মঙ্গলবার দুপুরে মালদা শহরের টাউন স্টেশন সংলগ্ন ঝলঝলিয়া এলাকার ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের একটা অংশে পুরসভার পক্ষ থেকে স্থায়ীভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন ধরেই ইংরেজবাজার পুরসভার ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের একটা অংশ যা মালদা টাউন রেলস্টেশন সংলগ্ন রয়েছে।
সন্ধ্যার পর তা অন্ধকারের ডুবে থাকতো। টাউন স্টেশন চত্বর এলাকার বেশিরভাগ ব্যবসায়ীদের রেলের থেকে বিদ্যুৎ নিয়ে ব্যবহার করত হতো। যাতে বিদ্যুতের বিল বেশি হওয়ার পাশাপাশি অনেক সময় লো-ভোল্টেজের সমস্যায় পড়তে হতো ব্যবসায়ীদের। সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই এবার ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ মালদা শহরের স্টেশন সংলগ্ন এলাকার সাধারণ ব্যবসায়ী ও মানুষদের সুবিধার ক্ষেত্রে পথবাতি ও বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করলো। এদিন এই পুরসভার পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলা সরকার,শুভময় বসু, গৌতম দাস প্রমুখ।