অবতক খবর,২৬ ফেব্রুয়ারি: স্ত্রী খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল করণদিঘী থানার পুলিশ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার টুনিভিটা গ্রামে। সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে।
সূত্রের খবর, করণদিঘী থানার টুনিভিটা গ্রামের বাসিন্দা আজিমুদ্দিন আলির ছেলে হুসেন আলি সঙ্গে ভিখমপুর বাসিন্দা মুনসুর মেয়ে চামেলি খাতুনের গত আট বছর আগে বিয়ে হয়েছিল। অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা চামেলির উপর টাকা নিয়ে আসার জন্য শারিরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। সমস্যা সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য শালিশী হয়েছিল।শালিশীর পর কয়েকদিন যেতে না যেতেই আবার চামেলির উপর অত্যাচার নেমে আসত। শনিবার সকালে প্রতিবেশীরা চামেলির বাবার বাড়িতে মৃত্যুর সংবাদ দেন। চামেলির বাড়িতে এসে চামেলির নিথর দেহ দেখতে পান তার পরিবারের লোকজন । মৃত চামেলির গলায় দাগ দেখতে পান । তাদের ধারনা চামেলিকে প্লাষ্টিকের দড়ি দিয়ে পেচিয়ে হত্যা করা হয়েছে ।
পুলিশের কাছে স্বামী, শ্বশুড়,শ্বাশুড়ি এবং দেওড়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে দেহ ময়নায়দন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে স্বামী হুসেন আলি,সহ শ্বশুর আজিমুদ্দিন, দেওড়ের শামাউল হক তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ। এই প্রসংগে খুনের কথা অস্বীকার করেছে স্বামী।তার দাবি পরিবারের লোকের অনুপস্থিতে তার স্ত্রী আত্নহত্যা করেছে।