স্ট্যালিনের আজ নাকি মৃত্যুদিন!

স্ট্যালিন বা ইস্পাত কঠিন
তমাল সাহা

কামগারদের কথা ভাবতে
ভাবতে
গালে হাত রেখেছিলে তুমি।
খামার ভর্তি ধান
শস্যজীবীদের গান
তোমার চোখে ভাসে শুধু জন্মভূমি।

রাষ্ট্রকে দাঁড় করালে সোজা সটান
হাতে কাজ পাতে ভাত–
এটাই ছিল তোমার স্লোগান।

স্টিল বা ইস্পাত দুটি শব্দই
ভীষণ ভারী এবং শব্দ দুটিতে মারাত্মক জোর।
তুমিই ঘুরিয়ে দিয়েছো জীবনের মোড়।

এতো দ্রুত শিল্পপ্রধান, কৃষি- উন্নত দেশ!
রবীন্দ্রনাথও রীতিমতো তাজ্জব, বেশ।

আর লাল ফৌজ বাহিনী!
সে তো ইতিহাস আজ–
ফ্যাসিস্ট রুখে দেবার কাহিনী।

মানুষ মানুষের জন্যই
হতে পারে ইস্পাত কঠিন।
একে কি বলে এক কথায়–
স্ট্যালিন! স্ট্যালিন!

এসব মানুষের কি জন্মদিন মৃত্যুদিন আলাদা করে কিছু হয়?
বুলফিঞ্চ পাখি উড়ে যেতে যেতে বলে–
এসব মানুষ জেগে থাকে অতন্দ্র প্রহরীর মতো আর এই মানুষটির নাম শুনলেই
স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের
হৃৎকম্পন শুরু হয়!