অবতক খবর :: শ্রীরামপুর :: ৫ জুন ::    মুখোমুখি করোনা যুদ্ধে পিপিই কীট ও ভেন্টিলেটরের সংখ্যা আশাপ্রদ নয়, যা নিয়ে যথেষ্ট শঙ্কায় চিকিৎসক মহল থেকে সকলে। এবার সে ক্ষেত্রেই এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শ্রীরামপুর শাখা। হুগলীর শ্রীরামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের পিপিই কিট ও একটি ভেন্টিলেটার প্রদান করা হল।

ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও আরামবাগের একটি হাসপাতাল মিলিয়ে মোট ১০০ পিপিই কীট ও ভেন্টিলেটর দেওয়া হয়। স্টেট ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার সুধাংশু শেখর পান্ডা জানান,” করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসকরা। এই অসম ছায়াযুদ্ধে পিপিই কীটই অপরিহার্য। তাই ব্যাঙ্কের তরফ থেকে তাদের পিপিই কিট ও ভেন্টিলেটর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। যথারীতি ব্যাংকের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকরা।