অবতক খবর,১৬ ডিসেম্বর: স্টুডেন্ট ফ্রন্টস এর ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের রীতিমতো চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
আরজি করে জুনিয়র ডাক্তার কে ফোন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিনে মুক্ত। সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যায় । সেই দাবি নিয়ে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান।
সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমা হয় মিছিল করে সিজুয়ের উদ্দেশ্যে রওনা দেয় তারা। সি জি ও কমপ্লেক্সের সামনে আগে থেকে প্রচুরসংখ্যক বিধান নগর পুলিশ মোতাহীন ছিল। সিএ কমপ্লেক্সের মেইন গেটের সামনে পুলিশের ব্যারিকেড করা ছিল।
আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙে তুইও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে চায়। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো টেনি হিচড়ে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় ঘটনাস্থল থেকে।