অবতক খবর,১৩ জানুয়ারি: স্টুডেন্টস উইক উপলক্ষ্যে সপ্তাহব্যাপী রাজ্যের প্রত্যেকটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে বিভিন্ন অনুষ্ঠান। বাংলার বারো মাসে তেরো পার্বন। পৌষ সংক্রান্তির আগেই নববারাকপুরে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের ভিন্ন স্বাদের রকমারি পিঠে পুলি পাটিসাপটা রসবড়া থেকে ঝালমুড়ি দই ফুচকা চিরের পোলাও মটর শুটির কচুড়ি স্পেশাল ঘুঘনি তৈরি করে সাতসকালেই অভিনব খাদ্যমেলায় অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগীদের উন্মাদনা উচ্ছ্বাস ।

সোমবার সকালে পানিহাটি চক্রের কালি বাড়ি রোডে নববারাকপুর আহারামপুর জিএসএফপি ১ নং স্কুলে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে হল খাদ্যমেলা। বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব চার পাঁচ ঘন্টার ফুড ফেস্টিভাল রকমারি খাবার স্টল ঘিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।