অবতক খবর,৯ জানুয়ারি,নববারাকপুর : সরকারি নির্দেশনামা অনুসারে সপ্তাহব্যাপী প্রত্যেকটি বিদ্যালয়ে পালিত হচ্ছে ‘ স্টুডেন্টস উইক ২০২৫’। নববারাকপুর মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রী দের নিয়ে হল স্টুডেন্টস উইক। তৃতীয় দিনে বিদ্যালয়ের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানে নাম রাখা হয় ‘ মিট দ্যা আইকন’। এই ইভেন্টে আইকন হিসেবে বিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল নববারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্যকে।

থানার আইসি তার একবছর যাবৎকালে কর্মজীবনের নিউ বারাকপুর থানায় সুষ্ঠু প্রশাসন পরিচালনায় সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধন এবং সাংস্কৃতিক মনোভাব তাকে সকলের থেকে আলাদা করে প্রতিবিম্বিত করে। পথচলতি রিক্সাচালক থেকে আরম্ভ করে এলাকার ধনী ব্যবসায়ী, সাধারণ যুবক থেকে এলাকার বৃদ্ধ বৃদ্ধা সকলের সাথে মেলা মেশা তাকে নিউ বারাকপুরে আলাদা ভাবে জনপ্রিয় করে তুলেছে। তাই তার কাজের গন্ডি শুধুমাত্র প্রশাসন স্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুলের পটভূমিতে ও দাগ কেটেছে।

বিদ্যালয়ের দ্বিতলে হল ঘরে স্কুলের মেয়েদের সাথে তার সাবলীল বক্তব্য ও স্নেহপূন্য ব্যবহার তার ছাত্রবস্থলে মনোভাবের পরিচয় দেয়। তিনি শিক্ষাকে মহাকাশের সাথে তুলনা করেন এবং বাংলা, অংক, ইংরেজি বিভিন্ন বিষয় কে দশদিকের সাথে তুলনা করেন। দশদিকের সমাহারে যেমন মহাকাশ গঠিত হয় তেমনি স্কুলে বিষয় টির মেলবন্ধনে শিক্ষা সম্পন্ন হয়।

তিনি ছাত্রী দের শিক্ষাকে গন্ডির বাহিরে ভালোবেসে পড়াশোনার করার কথা বলেন। এবং ছাত্রীদের জীবনে চলার পথে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা ও আনুগত্যের প্রতি জোর দিতে বলেন। সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুরোধে নিজের লেখা স্বরচিত কবিতা পাঠ করে শোনান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি সরকার।