অবতক খবর,9 মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: গত কাল শনিবার স্কুলের মাঠে ক্রিকেট খেলার সময় স্কুলে যাওয়া পথে এক ছাত্রের গায়ে বল লাগা নিয়ে বচসা ও অশান্তির ঘটনায় উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের তিনজন আবু তাহের খান, আব্দুল হালিম শেখ ,রফিক শেখ
মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের তু্ল্লা গ্রামের বাসিন্দা। অপরজন ধৃত ইব্রাহিম শেখে , বাড়ি পার্শ্ববর্তী দেওয়ানদিঘী থানার নিত্যানন্দপুর গ্রামে।
থানা সূত্রে জানা যায় গতকাল শনিবার আবু তাহের খান সহ
কয়েকজন যুবক তুল্লা গ্রামের প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে স্কুলের শিক্ষকদের নিষেধ সত্ত্বেও স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। সে সময় রফিক শেখ তার নাতিকে (স্কুলের ছাত্র) স্কুলে নিয়ে যাচ্ছিল। ওই ছাত্রের গায়ে ক্রিকেট বল লাগে। রফিক শেখ এর প্রতিবাদ করলে খেলতে থাকা যুবকেরা তাকে গালিগালাজ করে বলে অভিযোগ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে অশান্তি তৈরি হয়ে পরে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। । ধৃতদের রবিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ