অবতক খবর,১ অক্টোবর,নববারাকপুর : স্কুল যাওয়ার সময় গাড়িতে ইঞ্জিন গরম থেকে ধোঁয়ায় আচমকাই দুর্ঘটনার ফলে বহু ছেলে মেয়েরা সঠিক সময়ে বিদ্যালয়ে না যাওয়ার ফলে মাঝপথে চরম ভোগান্তি পোহাতে হয় পড়ুয়াদের।অভিভাবক রা রীতিমতো ক্ষুব্ধ।

গাড়ির চালক দের উপর ক্ষোভ উগরে দেন। প্রায় ই বেশির সময়ে মাঝে মধ্যে ই বাসের টায়ার খারাপ যান্ত্রিক ত্রুটি সহ নানান সমস্যার চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল পড়ুয়াদের এমনটাই অভিযোগ। দুর্ঘটনা টি ঘটেছে মঙ্গলবার সকাল ৯-৪৫ মিনিটে নিউ বারাকপুর মাইকেল মধুসূদন দত্ত রোডে শিববাড়ীর সামনে স্কুল বাস আসতেই।দু ঘন্টার ওপ রাস্তায় দাঁড়িয়ে থাকে পড়ুয়ারা। ঘটনাস্থলে ছুটে আসেন অভিভাবকরা। ছাত্র ছাত্রীরা বাসে উঠতেই চালকের পাশে ইঞ্জিনের ঢাকনা প্রচন্ড গরম হয়ে খুলতেই এই চরম বিপত্তি।

চালকের হাতে লাগে গুরুতর ভাবে জখম হন। দ্রুত বারাসত বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে মধ্যমগ্রাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্কুল বাসের এজেন্সির মালিক। রীতিমতো রহড়া রামকৃষ্ণ মিশনের স্কুল পড়ুয়া থেকে অভিভাবক রা বেজায় ক্ষুব্ধ গাড়ির মালিকের বিরুদ্ধে।