অবতক খবর,২৬ মেঃ স্কুলের মধ্যে আইসিডিএস সেন্টারের নতুন ঘর তৈরির বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মু্র্শিদাবাদের রানীনগর -২ ব্লকের অন্তর্গত শ্যামদাসদিয়াড় প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের মধ্যে কাউকে না জানিয়ে আইসিডিএসের জন্য নতুন ঘর তৈরি করা হচ্ছে। ওই স্কুলে ৪০০ থেকে ৫০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীদের খেলার জায়গা, প্রার্থনার জায়গা থাকছে না,কোন অনুষ্ঠান হলে প্যান্ডেল তৈরির জায়গা থাকছে না।
পাশাপাশি ফিল্ডের মাঝখানে বিল্ডিং তৈরি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিল্ডিং অন্য জায়গায় তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসবের বিরুদ্ধে বিল্ডিং তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।