নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর ::    চোপড়া থানার হপ্তিয়াগজের সোলার প্রজেক্টের একটি ঘর থেকে উদ্ধার তিনটি সকেট বোমা। মুহূর্তেই ছড়িয়ে পড়ল তীব্রভাবে চাঞ্চল্য। ঘরের ভেতর আচমকা এই বোমা কোত্থেকে এলো তা নিয়ে আতঙ্কিত আবাসিকরা তথা এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি থেকে বোম ডিসপোসাল স্কোয়াড পৌছে বোমা গুলি নিস্কৃয় করে। পুলিশী তদন্ত শুরু হয়েছে।

 

বুধবার বিকেলে এই বোমার হদিস পাওয়া যায় সেই সোলার প্রজেক্টের একটি ঘরে। এরপর খবর যায় পুলিশে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে সেখানকার কর্মীদের। পাশাপাশি খবর দেওয়া হয় শিলিগুড়ি বোম স্কোয়াডে ।এরপর সেই বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হয়ে উঠেছে । সরকারি একটি প্রজেক্ট এর ভিতরে কি করে বোমা এলো তাও আবার একটি নয়,তিনটি।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,চোপড়া থানার হপ্তিয়াগজে সোলার প্রোজেক্টের একটি ঘরে একটি বস্তার মধ্যে বোমা গুলি রাখা ছিল।কর্মীরা সেখানে কাজ করতে এসে বোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে ঘরটিকে সিল করে দিয়ে শিলিগুড়ি বোম ডিসপোসাল স্কোয়াড কে খবর দেয়। সন্ধ্যার পর বোম ডিসপোসাল স্কোয়াডের কর্মীরা হপ্তিয়াগজে পৌছে বোমা গুলি নিস্কৃয় করে।

পুলিশ সুপার জানিয়েছেন,বোমা গুলো সেখানে কিভাবে এল,কারা এই বোমা গুলো মজুত করেছিল পুলিশ তদন্ত করে দেখছে। যে সুপারভাইজার এর ঘরে বোমা পাওয়া গেছে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ওই সংরক্ষিত এলাকায় কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ঘরের ভিতরে গেলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।