অবতক খবর, সংবাদদাতা :: রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার ভোট দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ কলকাতার মোট 36 টি বিধানসভার নির্বাচন হতে চলেছে সোমবার। কর্নার বাড়বাড়ন্ত মধ্যে ভোট শান্তিপূর্ণ সম্পন্ন করতে 796 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন । 36 টি কেন্দ্রের জন্য 284 জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের ছটি মালদহের ছটি মুর্শিদাবাদের এগারটি দক্ষিণ কলকাতার চারটি ও পশ্চিম বর্ধমানের নটি আসনের 284 জন বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের সংখ্যা 73 জন।
36 টি আসনের মধ্যে 13 জন সিপিআইএমের প্রার্থী রয়েছেন তাতে নয় জনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাছাড়া তৃণমূলের 19, জন বিজেপির 19, জন এবং কংগ্রেসের 9 জন প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধী ধারায় মামলা রয়েছে বিভিন্ন থানায়। তিনজন প্রার্থী এমন নির্বাচনে লড়ছেন যাদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। তাছাড়া 18 জন মহিলাদের উপর নির্যাতনের জন্য অভিযুক্ত। 14 জন প্রার্থীর বিরুদ্ধে খুনের উদ্দেশে হামলার অভিযোগ রয়েছে। 36টি বিধানসভার মধ্যে 13 টি বিধানসভা কেন্দ্র কে সংবেদনশীল বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থী রয়েছেন জাকির হোসেন, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, ইমানি বিশ্বাস, মনোজ চক্রবর্তী, কর্নাল চৌধুরী ,আবু হেনা, জিতেন্দ্র কুমার তিওয়ারি, লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা, কৃষ্ণেন্দু মুখার্জি ও মোঃ মোক্তার সহ আরো কয়েক জন।