অবতক খবর,৩ মার্চ: উল্লেখ ্য কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বদের নির্দেশ দেয় ভুতুড়ে ভোটার খুঁজে বের করার জন্য। আর নেত্রী সেই নির্দেশ মতোই কার্যত সোমবার সকাল থেকে বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের সঙ্গে ভোটার কাজ চিহ্নিতকরণ ও ভুতুড়ে ভোটার খোঁজার উদ্যোগ নিতে।