সুদেষ্ণা মন্ডল:: অবতক খবর :: ৪ঠা,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: গড়িযায় রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে ভর সন্ধেবেলায় চুরি ৷ বৄদ্ধ বাবা ও মা বাড়িতে থাকা অবস্থাতেই বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ৷ বাড়িতে সেইসময় ছিলেন তার বাবা পুলক কুমার গোস্বামী, যিনি যাদবপুর বিদ্যাপীঠের অসরপ্রাপ্ত শিক্ষক ও মা মীরা গোস্বামী ৷
বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ ১৫ হাজার টাকা, ২টি মোবাইল, ২টি ঘড়ি, ১টি ক্যামেরা, ৫টি ক্রেডিট ও ডেবিট কার্ড ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গোটা এলাকায় ৷
পুলকবাবুর বক্তব্য তারা রাজপুর-সোনারপুর পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের এই এলাকায় ১৯৮৪ সাল থেকে বসবাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷