সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১২ই,নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: একই দিনে কিছু সময়ের ব্যবধানে মৃত্যু হল মা ও ছেলের ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে ৷ মৃত ছেলের নাম অজয় প্রামানিক( ২৬)ও মায়ের নাম পরিষ্কারি প্রামানিক(৫৫)। সোমবার বিকেলে প্রথমে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী অজয় প্রামানিকের মুত্যু হলে শোকাহত হয়ে পড়েন তার মা।
কিছুসময় পরে সন্ধ্যায় মাও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক এলে তাকেও মৃত বলে ঘোষনা করেন। পরিবার সূত্রে খবর,বড় ছেলে ছোটবেলা থেকেই প্রতিবন্ধী হওয়ার কারণে তার সমস্ত দায়িত্ব পালন করতেন মা।
খুব যত্ন করেই রেখেছিলেন ছেলেকে ৷ ২৬ বছর ধরে লালন পালন করে, নিজের চোখের সামনে ছেলের মৃত্যুর সহ্য করতে পারেনি তিনি।সেই শোকেই তার মৃত্যু হয়েছে এমনটাই মনে করছেন তার পরিবার ও এলাকাবাসী।ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া ৷