Aabtak Khabar,1 June: সোদপুর নাটাগড়ে রহস্যজনক ভাবে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করলো ঘোলা থানার পুলিশ। মৃত ওই দম্পতির নাম শেখর সামন্ত (৬৫) এবং মনিকা সামন্ত (৫৭)পুলিশের অনুমান তারা আত্মহত্যা করেছে।তবে কেন তারা আত্মহত্যা করলো তা নিয়ে ধোয়াশায় তদন্তকারী পুলিশ অফিসাররা।
এলাকার বাসিন্দারা ও তাজ্জব হয়ে গেছে এই দম্পতির রহস্যজনক মৃত্যু ঘটনায়।তবে মৃতের ভাই এবং ভাইপো জানাচ্ছেন তার জ্যেঠু -জ্যেঠিমার আর্থিক সমস্যা ছিলো না।তবে জ্যাঠিমা নার্ভের ওষুধ খেতো এছাড়া আর কোন সমস্যা ছিলো না তাদের।তবে কেন তারা এই পথ বাছলো তা নিয়ে চিন্তায় তারা এবং প্রতিবেশীরা।ঘোলা থানার পুলিশ তদন্ত করে দেখছে আত্মহত্যা না কেউ সম্পত্তির লোভে মেরে ঝুলিয়ে দিয়েছে। আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠাচ্ছে পুলিশ।