অবতক খবর,১৫ মার্চ: আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ডি.সি.পি ট্রাফিক, ব্যারাকপুর- সন্দীপ কার্রা, IPS; এ.সি.পি (ট্রাফিক-ব্যারাকপুর)- সৌম্যানন্দ সরকার, WBPS; এ.সি.পি (ব্যারাকপুর) মহ: বাদিউজ্জামান, WBPS; সেন্ট্রাল ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন রুদ্র (Insp); খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য (Insp) এবং সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ-এর উপস্থিতিতে সোদপুর ট্রাফিক মোড়ে ট্রাফিক আইন ও রোড সেফটির উপর একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো।
আজকের এই কর্মসূচিতে সোদপুর হাই স্কুল ও পানিহাটি ত্রাণনাথ হাই স্কুলের ছাত্রদের ট্রাফিক সিগন্যাল সম্পর্কে একটি ডেমোস্ট্রেশন দেওয়া হল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়,আজ তারা সকাল ১১ টা থেকে ১১.৩০ পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল করেছে। শুধু তাই নয়, “Safe Drive Save Life” স্লোগানের মাধ্যমে সকল পথচলতি মানুষ এবং গাড়িচালকদেরকে-
১) স্কুলের ছাত্ররা সকল মোটোরসাইকেল চালকদের নির্দেশ দিল হেলমেট পরে গাড়ি চালানোর
২) গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যাবহার করার জন্য অনুরোধ করল তারা,
৩) পথচলতি মানুষদের রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যাবহার করতে বাধ্য করা হল,
৪) ট্রাফিক আইন মেনে চলা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়েছে।
আজকের এই কর্মসূচিতে ছাত্রদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।