অবতক খবর,৫ মার্চ: বর্তমানে সোদপুরের অমরাবতী মাঠ প্রোমোটারদের দখলে চলে যাচ্ছে বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি মাঠ টি রাজ্য সরকার অধিগ্রহন করে নেয়।এই মাঠটি একটি চ্যারিটেবল ট্রাস্ট কে দেওয়া হয়েছিল। কিন্তু চ্যারিটেবল কোন কাজ না হওয়ার পরেই প্রোমোটার দখল নিতে যাচ্ছিল।
পরবর্তীকালে রাজ্য সরকার নিজেদের দখলে নিয়ে সিদ্ধান্ত নেবে এই মাঠ কে ঘিরে কি তৈরি হবে। তার পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভুয়ো ভোটার তালিকা নিয়ে কাজ চলছে। বেশ কিছু ভূয়ো ভোটার চিহ্নিত হয়েছে। পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।