অবতক খবর,৩১ জানুয়ারি: সাধারণ মানুষদের পথ সুরাক্ষার সচেতনতার বার্তা দিতে,পথ সুরাক্ষা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বহরমপুর সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে ।
শুক্রবার মুর্শিদাবাদের ট্রাফিক স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতা মুলক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। হেলমেট পরে বাইক চালানোর বার্তা দেওয়ার পাশাপশি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে সকলকে আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার সূর্যক্রতাব যাদব অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌমজিৎ বড়ুয়া সহ একাধিক সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় প্রশাসনিক আধিকারিকেরা এছাড়াও মুখো অভিনয়ের মাধ্যমে ফুলপরোয়া ও সাধারণ মানুষকে অভিনয়ের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।