অবতক খবর,১২ নভেম্বরঃ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর সূচনা হল হাওড়ায়। শনিবার বেলুড়ের রঙ্গোলি মলের অনুষ্ঠান হলে রাজ্য পুলিশের এডিজি ট্র‍্যাফিক সুপ্রতীম সরকার এইবারের সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচীর উদ্বোধন করলেন এদিন।

অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি সহ হাওড়া কমিশনারেটের অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পথ নিরাপত্তার সচেতনতার উদ্দেশে এদিনের কর্মসূচীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে আধিকারিকরা রাস্তায় প্রতিনিয়ত পথ নিরাপত্তার গুরুত্ত্বের ওপর জোর দেন। রাজ্যে এই কর্মসূচী শুরু হওয়ার পর থেকে পথ দুর্ঘটনার হার ৫০% কমেছে বলে জানান আলোচকরা।