অবতক খবর,৩০ মার্চ:  জগৎদলের মেঘনা মোড়ে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে বারবার জগদ্দল থানায় হাজিরা দিতে বলে পুলিশ কিন্তু তিনি থানায় যাননি। অপরদিকে অর্জুন সিং একটি ভিডিও সিসি টিভি ফুটেজ প্রকাশ করে সেখানে দেখা যায় নমিত সিং দলবল নিয়ে এগিয়ে আসছে এরপর অর্জুন সিং তার দলবল নিয়ে তাদের তাড়া করছে।

অর্জুন সিং নমিত সিং ও তেলুয়া নামে জগদ্দল থানায় এফআইআর করে। এই পরিপেক্ষিতে জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন জে সি সি ফুটেযে দেখা যাচ্ছে নমিত সিং কে সেটা অনেক পুরনো ফুটেজ এডিট করে চালানো হচ্ছে। সেটাই থানায় পাঠানো হয়েছে। তার পরিপেক্ষিতে সুমমটো কেস হয়েছে।

কিন্তু অর্জুন সিং কে গ্রেফতার হতেই হবে। যাকে গুলি করা হয়েছে সে বলেছে অর্জুন করেছে সেটাই তো বড় প্রমাণ। আদালত যদি সেটাকে কনসিডার না করে তাহলে বুঝতে হবে অর্জুনকে সবকিছুতে দেওয়া হচ্ছে। সেদিন যারা গুলি চালিয়েছিল তারা মজদুর ভবনের ভেতরেই আছে। অর্জুন সিং গ্রেফতারের ভয়ে পালিয়ে গেছে সে এখনো রক্ষাকবচ পায়নি। সে দিল্লিতে গিয়ে বসে আছে।