অবতক খবর,২৪ জানুয়ারি,মালদা :-   সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। এদিন সকাল ১১ টা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রাম উন্নয়ন ও বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি এই ৬ জেলার প্রতিনিধিদের নিয়ে মেলার আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলার। মেলায় রয়েছে ৪১ টি স্টল। জৈব সার দিয়ে উৎপাদিত সবজি, ফল প্রদর্শন করা হয় মেলায়। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি করা পিঠে, পুলি সহ বিভিন্ন খাবার বিক্রি ও প্রদর্শনী করা হয়। শিল্পীদের হাতে তৈরি করা কাঠের তৈরি সামগ্রী সহ বিভিন্ন খাবারের স্টোর করেন শনিবার গোষ্ঠীর মহিলারা। উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ২৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মালদা শহরের পল্লীশ্রী ময়দানে চলবে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।