অবতক খবর,২৮ সেপ্টেম্বর: সু কৌশলে আনুমানিক নয় লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ছিনতাই করেও করেও হলোনা শেষ রক্ষা।চুরি করা শোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকরাও মহিলা । উদ্ধার প্রায় ৯ লক্ষ টাকার সোনার গহনা।
জানা গেছে,গত ১৩ সেপ্টেম্বর কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল সেই সময় মহিলা কে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলার ব্যাগ নিয়ে চম্পট দেয় সেই ব্যাগের ভিতরই ভরা ছিল এই সোনার গহনা । পরে সেই ঘটনার নয় দিন পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে গত ২২ তারিখ খড়গ্ৰাম থানা এলাকা থেকে এই মহিলাকে গ্ৰেফতার করে কান্দি থানার পুলিশ।
প্রায় নয় লক্ষ টাকার সোনার গহনা সহ মহিলা কে গ্ৰেফতার করে পুলিশ। ধৃত মহিলাকে গত ২৩ তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হলে, আদালত পুলিশ কে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেই। পুলিশ জানায় ধৃত মহিলার নাম – রেখা বিবি।বাড়ি খড়গ্ৰাম থানা এলাকায়।শনিবার ফের আদালতে তোলার আগে ধৃত মহিলাকে কে নিয়ে রিতিমত সাংবাদিক বৈঠক করে এই ঘটনা প্রকাশ করলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাশরেক আম্বারদর।