অবতক খবর,৮ সেপ্টেম্বরঃ ৭ই সেপ্টেম্বর একটি ৭ বছরের বাচ্চাকে কাঁচরাপাড়ায় পাওয়া গিয়েছিল,যে নিজেকে  প্রিয়াংশু সুর বলে পরিচয় দিচ্ছিল।তবে ঠিকানা বলতে পারছিল না। অবশেষে কয়েক ঘন্টার মধ্যেই খোঁজ মিললো তার পরিবারের। তাঁর আসল নাম আয়ুষ্মান মজুমদার(৭)। তাঁর পিতা কৌশিক মজুমদার। তারা বেলঘড়িয়ার বাসিন্দা। আয়ুষ্মান বেলঘরিয়া প্রাইমারি স্কুলে পাঠরত। শিশুটি ভুল করে ট্রেনে উঠে কাঁচরাপাড়া স্টেশনে নেমে পড়ে।

কাঁচরাপাড়া কুলিয়া রোডের সমাজকর্মী রাজীব গোস্বামী শিশুটির দেখাশোনা করছিলেন। ‌ পরবর্তীতে তিনি বেলঘড়িয়া প্রাইমারি স্কুলে যোগাযোগ করেন এবং তার পিতা এসে শিশুটিকে যথোপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান।

ছেলেকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে পেয়ে কৌশিক বাবু ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবী রামা গিরি এবং রাজীব গোস্বামীকে।

প্রসঙ্গে কৌশিক বাবু আরো জানান যে,ভালো মানুষের হাতে পড়েছিল বলেই আজ তিনি তাঁর ছেলেকে ফিরে পেলেন।