অবতক খবর :: শিলিগুড়ি :: সুস্থই আছেন মেয়র অশোক ভট্টাচার্য্য। তবে চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার হঠাৎ তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যান্য উপসর্গ না থাকলেও ঝুঁকি নিতে নারাজ ছিলেন তিনি। সেই কারনে তড়িঘড়ি চিকিৎসকের শরনাপন্ন হন প্রশাসক অশোক ভট্টাচার্য। অন্যদিকে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় তার অসুস্থতাকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকে।
এদিন অশোক ভট্টাচার্য ফোনের মাধ্যমে জানান, তিনি মানুষের মধ্যে থেকে কাজ করে থাকেন। তাই এমন বিভ্রান্তিকর মন্তব্যে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। তাই সকলের কাছে এমন বিভ্রান্তিমুলক খবর পরিবেশন না করার আবেদন জানান তিনি।